নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সীমান্ত এলাকায় এক ব্যাক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। জখম আরও এক জন। পাচারকারী সন্দেহে তাদের বিএসএফ মারধোর করেছে বলে অভিযোগ যদিও পরিবারের লোকেদের অভিযোগ ভোর রাতে সীমান্ত এলাকায় জমি গিয়েছিল দুই ব্যাক্তি। জখম ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
পরিবার সুত্রে জানা গিয়েছে মৃতের নাম সামাউল শেখ(৩৫)। বাড়ি ইংরেজবাজারের মহদিপুর খিরকি এলাকায়। জখম হেমন্ত ঘোষ বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ চিলকিগড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে মারধোরের অভিযোগ স্ব-সহায়ক দলের
জানা গিয়েছে শনিবার ভোরে দুই ব্যাক্তি পিয়াসবাড়ি সীমান্ত এলাকায় জমি দেখতে গিয়েছিল। সেই সময় বিএসএফ তাদের মারধোর করে। পরে তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক জনের।
যদিও বিশেষ সুত্রে জানা গিয়েছে দুই ব্যাক্তি এদিন ফেনসিডিল পাচার করছিল। সেই সময় বিএসএফ তাদের মারধোর করে। যদিও ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584