মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কর্মীদের মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এদিকে ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই বলরামপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা। যার জেরে বিপাকে পড়েন সাধারন যাত্রীরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
এদিন স্থানীয় বিজেপি কর্মী রজিৎ দাস বলেন, তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী গতকাল হঠাৎই দলবেঁধে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালায়, এর পাশাপাশি আমাদের লক্ষ্য করে তাঁরা বোমাও ফাটায়।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
শুধু বোমাই নয়, তাঁরা কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে বলে তার অভিযোগ। ঘটনায় আমাদের কর্মী ও এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়।
অন্যদিকে এই ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবী, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। এটা ওদের নিজেদের দলগত ব্যাপার। এর সাথে তৃণমূল জড়িত নয়। পাশাপাশি আমাদের দল হিংসার রাজনীতি করে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584