সুদীপ পাল,বর্ধমানঃ
পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ড্রাইভার,ক্লার্ক ও স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বর্ধমান পৌরসভা।সেজন্য সিলেকশন কমিটিও গঠন করা হয়েছিল। নির্দিষ্ট তারিখে লিখিত পরীক্ষাও নেওয়া হয়েছিল কিন্তু অভিযোগ উঠছে যাঁরা লিখিত পরীক্ষায় পাশ করেছে তাঁদের ইন্টারভিউতে ডাকা হচ্ছে না।অভিযোগ উঠছে,লিখিত পরীক্ষায় পাশ করার পরেও সফল পরীক্ষার্থীদের না ডেকে পুরসভা নিজের মত করে লোক ইন্টারভিউতে ডাকছে। যদিও অভিযোগ মানতে চায়নি পুরসভা। কর্তৃপক্ষের বক্তব্য,নিয়ম মেনেই পৌরসভায় কর্মী নিয়োগ চলছে। পৌরসভার কাউন্সিলর খোকন দাস বলেন, ‘সিলেকশন কমিটির বৈঠকেই এই বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী লিখিত পরীক্ষার পরে একটা পদের জন্য নম্বর অনুযায়ী ছ’জনকে ডাকা হবে।সেই মতো সফলদের চিঠি পাঠাচ্ছে পৌরসভা।’
আরও পড়ুন: অগ্নিনিবারক ব্যবস্থা পরিদর্শন আরামবাগে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584