সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
বছর ছয়েকের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। কদবেল খাওয়ানোর নাম করে বাড়ি থেকে কিছুটা দূরে নির্জনে ডেকে নিয়ে গিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে এই হেনস্থা করা হয় বলে অভিযোগ।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত যুবক ভুপেন মুরা।যুবকের শাস্তির দাবিতে সরব এলাকার বাসিন্দা থেকে নাবালিকার পরিবার। কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোষ্টাল থানার দক্ষিন হরিপুরের ঘটনা।
আক্রান্ত নাবালিকাকে মারধোর করারও অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে।নাবালিকার চিৎকার শুনে প্রতিবেশী দুই মহিলা অভিযুক্তকে ধাওয়া করে ধরে স্থানীয় ক্লাবে নিয়ে যায় এবং স্থানীয়দের উদ্যোগে অভিযুক্ত ভুপেন মুরাকে হারুড পয়েন্টকোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।পরিবারের অভিযোগের ভিত্তিতে পস্কো আইনে মমলা রুজু করে পুলিশ।এর পূর্বেও এলাকার মহিলাদের বিভিন্নভাবে উত্যক্ত করার অভিযোগ ওঠে ভুপেনের বিরুদ্ধে।স্থানীয় তৃণমূল নেতা দেব কুমার দাসও অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করেছেন।ঘটনার পর অভিযুক্তের পরিবার পলাতক।পুলিশী অসহযোগিতায় অভিযুক্তের তাৎক্ষণিক কোন মতামত পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ রায়দিঘি থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিনতাইয়ের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584