পিয়ালী দাস,বীরভূমঃ
অভিযোগ সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের কেন্দুয়া-ফকিরপাড়ার। এখানে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র,এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করেন রশিদা বিবি নামে এক মহিলা।আজ সকালে আলিয়া বিবি নামে এক মা তার বাচ্চাকে নিয়ে আসে খাবার নেওয়ার জন্য, খাবার নিতে এসে দেখে যে খাবার রান্না হয়েছে তার গুণগতমান খুবই নিম্ন ও খাবার অযোগ্য। এই কথা কর্মরত রাঁধুনী রশিদা বিবিকে বলতেই আলিয়া বিবিকে বালতি দিয়ে মারধর করতে শুরু করে সে,হাতের আঙুল ভেঙে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।আলিয়া বিবির চিৎকার শুনে ছুটে আসে পাড়ার স্থানীয় বাসিন্দারা, ঘটনার বেগতিক বুঝতে পেরে সেখান থেকে খাবার রাধুনী রশিদা বিবি পালিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পড়াশোনা হয় না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঠিকমত খেতে দেওয়া হয় না বাচ্চাদের,যদিও বা খেতে দেওয়া হয় কোন কোন দিন সেই খাবারের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। বসার জন্য নেই কোন ক্লাস রুম,বাসের চারটে খুঁটি দেওয়া ওপরে ত্রিপল চাপানো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বৃষ্টি পরলে সেখানে আর থাকতে পারে না বাচ্চারা,শীতের দিনেও একই অবস্থা ঠান্ডা হাওয়া দেওয়াই বাচ্চারা আসতে পারে না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বাচ্চাদের না আসার সুযোগ নিয়েই দিনের পর দিন বাচ্চাদের খাবার বিক্রি করে দিচ্ছে রশিদা বিবি এমনটাই অভিযোগ।
রাঁধুনি রাশিদা বিবি আদৌ মারধর করেছে কিনা বা খাবারে গুণগতমান কেমন হয় তার অঙ্গনওয়াড়ী কেন্দ্রে জানার জন্য তার বাড়িতে গেলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তার বোন সাফ জানিয়ে দেয় বাড়িতে কেউ নেই আপনারা এখান থেকে যান।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুর জেলা এবিটিএ-এর কর্মকর্তা নির্বাচন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584