রায়দিঘি থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিনতাইয়ের অভিযোগ

0
206

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

 

complaint allegations of he raidighi police station
চিকিৎসাধীন আক্রান্ত।নিজস্ব চিত্র

রাস্তায় কাঠের গড়ে ফেলে মারধোর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘি থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে নবোর দোকানের মোড়ের কাছে।ঘটনার প্রকাশ এই যে, ভোর তিনিটে নাগাদ পাঁচজন জন মাছ ব্যবসায়ী গদামথুরা হাসপাতাল মোড় থেকে একটি ইঞ্জিন ভ্যান ভাড়া করে খটির বাজার মাছ কেনার জন্য যাচ্ছিল।হঠাৎ ফেরিঘাট থেকে কাশিনগর যাওয়ার সময় নবর দোকানের দিকে যেতে ফাঁকা রাস্তার উপরে কাঠের গড়ে দিয়ে পথ আটকানো হয়।মেশিন ভ্যান চালক ভ্যানটি দাঁড় করায়।তখন হঠাৎ করেই কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ মাছ ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়ে শুরু করে মারধোর।পাঁচ জনের কাছে থেকে মোট ২৭ হাজার টাকা ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এই ঘটনায় ইঞ্জিন ভ্যান চালক ভীম মান্না এবং মাছ ব্যবসায়ী মান্নান মোল্লা গুরুতর আহত হয় তাদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

complaint allegations of he raidighi police station
আক্রান্ত মাছ ব্যবসায়ী।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস,আহত দশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here