বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
অমিত শাহের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী হেলিকপ্টার অবতরণের অনুমতি দেয়নি প্রশাসন। যার কারনে লখনউ থেকেই ফোনে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যে বিশ্বের সবচেয়ে গনতান্ত্রিক দেশ ভারত, আর তার সবচেয়ে বড় রাজ্য হল পশ্চিমবঙ্গ।আর যে রাজ্যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসতে পারে, অনুপ্রবেশকারি আসতে পারে, উগ্রপ্রন্থীরা আসতে পারে।
আরও পড়ুনঃ বুনিয়াদপুরে আইন মেলা
কিন্তু এই রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নামতে পারেন না।সবচেয়ে বড় দল বিজেপির সভাপতি নামতে পারেন না। দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশের যোগীকে নামতে দেওয়া হয়না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, গনতন্ত্র বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই।
একটা পার্টি আর সরকার এক হয়ে গেছে। তাই রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি নিয়ে প্রশাসন চলছে এখানে। দূর্ভাগ্য প্রতিটি সভায় যত রকমের সমস্যা করা যায় সেটার চেষ্টা চলছে। যোগীজির রাজগঞ্জে হেলিপ্যাডে নামার কথা ছিল, বিএসএফ অনুমতি দেয়, কিন্তু ডিএম তার অনুমতি দেননি। বালুরঘাটে সরকারি হেলিপ্যাড আছে, এয়ারপোর্ট আছে, কিন্তু সেখানকার জেলাশাসক অনুমতি দেননি।
রাজগঞ্জে সভাস্থল শনিবার রাতে জল দিয়ে ঢেকে দেওয়া চেষ্টা করা হয়েছিল। সেটাকে আটকাতে হয়েছে। জলপাইগুড়ি প্রধানমন্ত্রীর সভা হবে সেই জায়গার অনুমতি নিয়ে টালবাহানা চলছিল। এদিন আমরা সেইটা হাতে পেয়েছি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রীর সভায় যাবার জন্য যে বাস বুকিং করা হয়েছিল সেই বাসের মালিকদের ভয় দেখানো হচ্ছে। এর আগে দেখা গেছে যে কাঁথিতে সভার পরে শয়ে শয়ে গাড়ি ভাড়া হয়েছে, বহু বিজেপি কর্মীদের মারা হয়েছে ।
বেশ কয়েকজনের নামে কেস দেওয়া হয়েছে, বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। এখনও ৫ তারিখ যোগীজির সভা রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়াতে এবং ৬ তারিখে শিবরাজ সিং চৌহানের সভা আছে খড়গপুর ও বহরমপুরে।
কিন্তু এখনও পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584