মনিরুল হক, কোচবিহারঃ
রাসমেলায় জুয়া চালানোর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন কোচবিহারের এক যুবক।মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় শহর সংলগ্ন ২ কালিঘাট রোডের বাসিন্দা সম্রাট কুণ্ডু লিখিত ভাবে ওই অভিযোগ জানান।শুধু থানাতেই নয়,গতকাল তিনি ওই একই অভিযোগে স্বরাষ্ট্র সচিব সহ প্রশাসনের একাধিক কর্তার কাছে স্মারকলিপি পাঠান।
তিনি অভিযোগ করে জানিয়েছেন, ২০০ বছরের বেশী সময় ধরে কোচবিহারে ঐতিহ্যবাহী রাসমেলা চলছে।কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করে এই মেলা হয়। দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন। অথচ এই গুরুত্ব পূর্ণ একটি ১০ থেকে ১২ টি জুয়ার দোকান প্রকাশ্যে চালানো হচ্ছে।
যেখানে পয়সার বিনিময়ে কুপুন বা ওই জাতীয় কিছু নিয়ে ভাগ্য পরীক্ষা করা হচ্ছে। দুই একজন কিছু একটা পেলেও বেশীর ভাগ মানুষ খালি হাতে ফিরে যাচ্ছে। এই সব জুয়ার আসরে শিশুদেরকেও দেখা যাচ্ছে যা যথেষ্ট উদ্বেগের বলে দাবী করেন সম্রাট বাবু। তিনি বলেন, “স্মারকলিপি দিয়ে স্বরাষ্ট্র সচিব থেকে জেলা প্রশাসনের আধিকারিক সকলকে জানিয়েছি। আজ থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি। এরপর পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয়। এখন সেটাই দেখার।”
যদিও মেলা পরিচালন কমিটির দায়িত্বে থাকা কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, “ওই দোকান গুলোতে কুপনের বিনিময়ে কিছু সামগ্রী মিলছে। এটাকে জুয়ার পর্যায়ে ধরা হলে দোকান গুলোতে একটার বিনিময়ে একটা ফ্রি দেওয়ার দেওয়া যে প্রথা চালু রয়েছে, সেটাও জুয়া। কেন এমন অভিযোগ করা হল, তা বুঝে উঠতে পারছি না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584