মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

complaint of ink painting in the picture of Chief Minister
কালি লেপন।নিজস্ব চিত্র

কাঁকসায় দলীয়কর্মী খুনের প্রতিবাদে ডিসিপি অফিসে ঘেরাও অভিযান ছিল বিজেপির।কিন্তু ডেপুটেশন দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠল বিজেপিকর্মীদের বিরুদ্ধে।এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র নিন্দাবাদ শুরু হয়। বিজেপির পক্ষ থেকেও এই বিজেপি কর্মীকে সমর্থন করা হচ্ছে না। বরং এটা তাঁদের দলকে কালিমালিপ্ত করার জন্যই অন্য কেউ করেছে বলেও অভিযোগ করছে বিজেপি।
জানা যায়,দুর্গাপুর ডিএসপি গেষ্ট হাউস থেকে বিজেপিকর্মীরা মিছিল করে ডিসিপি অফিসে যায় বিজেপি কর্মীরা।ডিসিপি অফিসে ঢোকার মুখে বিজেপিকর্মীদের আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে অসন্তোষ দেখা দেয় কর্মীদের মধ্যে। উত্তেজিত কয়েকজন কর্মী ডিসিপি অফিসের গেটের সামনে থাকা সতর্কীকরন বোর্ডে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি মাখিয়ে দেয়।তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বলেন,বিজেপি বাংলায় গনতন্ত্র বাঁচানোর নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষন ঘড়ুই যদিও পাল্টা অভিযোগ করে বলেন,ভিড়ের মধ্যে তৃণমূল থেকে আসা কয়েকজন ছেলে এধরনের ঘৃণ্য কাজটি করে বিজেপিকে কালিমালিপ্ত করেছে।
সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামছে পুলিশ এমনটাই মন্তব্য করেন ডিসি অভিষেক মোদী।

আরও পড়ুন: প্রতিবেশীর সাথে বিবাদের জেরে গুলিবিদ্ধ স্কুল ছাত্র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here