শুভময় সেন,বহরমপুরঃ
ফের পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসের মত চাঞ্চল্যকর অভিযোগ উঠল এরাজ্যে।এবারের ঘটনা বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। ঐ কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ তাদের বিভাগীয় অধ্যাপক বুদ্ধদেব বসু প্রথম সেমিস্টার পরীক্ষার কিছু দিন আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন।
অভিযোগকারী ছাত্র-ছাত্রদের বক্তব্যঃ
অভিযুক্ত বুদ্ধদেব বসু কলেজের পাশাপাশি প্রাইভেট টিউশনিও করান। অভিযোগকারী ছাত্রছাত্রীদের দাবি তিনি নাকি তার প্রাইভেট টিউশন ব্যাচে পড়া কৃষ্ণনাথ কলেজের ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন ফাঁস করেছেন ।
তাদের আরও অভিযোগ কলেজের মধ্যেই ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন বুদ্ধদেব বসু।পুরো ব্যাপারটা খতিয়ে দেখার আবেদন জানিয়ে ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষা ডঃ সুজাতা বাগচী ব্যানার্জির কাছে গেলে তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ তাদের।উপরন্তু তিনি নাকি নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্রছাত্রীর আইডেন্টিটি কার্ডের জেরক্স চেয়ে তাদের মধ্যে ভীতি সঞ্চার করেছেন ।
কৃষ্ণনাথ কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এমন জঘন্য ঘটনার নিন্দায় সরব বুদ্ধিজীবী মহল সহ সমগ্র রাজ্যবাসী। কবে হুশ ফিরবে প্রশাসনের প্রশ্ন আমজনতার ।
আরও পড়ুনঃ বাংলায় বিজেপির রথযাত্রার কর্মসূচি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584