অনুব্রতর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

0
57

পিয়ালী দাস,বীরভূমঃ

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করল বুধবার।এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি বিজেপি কর্মী সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।

Party change at birbhum | newsfront.co
দল বদল।নিজস্ব চিত্র

অনুব্রত মণ্ডল বলেন,বীরভূম বরাবরই ব্যতিক্রমী,বিজেপি একটি রাজনৈতিক সাম্প্রদায়িক দল,মানুষ সেটা বুঝে গেছে,তাই বিজেপি ছেড়ে দলে দলে লোক আবার তৃণমূলে যোগদান করছে।

অধিকাংশ বিজেপি কর্মী সমর্থকদের দাবি,যেভাবে রাজ্যে ও কেন্দ্রের বিজেপি নেতারা ধর্ম নিয়ে দিনের পর দিন মানুষের সহনশীলতার সাথে খেলছে তা মেনে নেওয়া যাচ্ছে না,তাই বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের মতো ধর্মীয় একটি নিরপেক্ষ রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করা অনেক সম্মানের।

বুধবার বাহিরি ও পাঁচশোয়া অঞ্চল থেকে স্থানীয় বিজেপি নেতা বাপি দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেন।

বাপি দাস বলেন,আমরা এতদিন ধরে বিজেপি করতাম,কিন্তু গত এক বছর ধরে রাজ্যজুড়ে যেভাবে মানুষের সঙ্গে মানুষকে ধর্মের নামে সংঘর্ষে জড়িয়ে দিচ্ছে তাতে আমাদের মন সমর্থন করছে না।পশ্চিমবাংলা হল ধর্মীয় নিরপেক্ষ একটি রাজ্য, যেখানে ধর্ম নিয়ে হানাহানি, ভেদাভেদ, সংঘর্ষ কখনই ছিল না, বিজেপি আসার পর থেকেই সংঘর্ষের আবহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে।যেখানে আমরা সব সময় আতঙ্কে থাকছি।আতঙ্ক থেকে মুক্তি পেতে গেলে এই মুহূর্তে মমতা ব্যানার্জির সঙ্গে চলাটাই শান্তির।পশ্চিমবাংলায় উন্নয়ন ও শান্তি দুটো জিনিস একসঙ্গে মানুষকে যদি পেতে হয় তাহলে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে আরো শক্ত করতে হবে।সেই কারণেই আজকে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এলাম।একটি সাম্প্রদায়িক দল থেকে গ্রামের নিরীহ মানুষদের একে অপরের বিরুদ্ধে খুনের রাজনীতি আমাদের পক্ষে করা সম্ভব নয়।হিন্দু-মুসলিমের জিগির তুলে রাজ্য জুড়ে মানুষকে রক্তাক্ত করা বিরোধী আমরা। রাজনৈতিক লড়াই হবে অবশ্যই হবে,কিন্তু সেটা নীতিগত ভাবে,সেখানে রক্তক্ষরণের কোনো প্রয়োজন নেই।

বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায় অবশ্য দাবি করেন, বীরভূমের কোন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত ঘিরে তৃণমূলের গোষ্ঠী বিবাদ

পাঁচশোয়া গ্রামের বাসিন্দা বৃন্দাবন গোস্বামী দাবি করেন, এতদিন ধরে বিজেপি করে গ্রামে কোন উন্নয়ন পাইনি, অনেক অপেক্ষা করেছি, বিজেপি নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে ক্ষমতায় এলে এই করে দেবো,ক্ষমতায় এলে ওই করে দেবো, কিন্তু আমাদের বিশ্বাস পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, মানুষের জন্য যে পরিষেবা দিয়েছেন, আগামী দিনে বিজেপি এরাজ্যে ক্ষমতায় আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই আজ আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম অনুব্রত মণ্ডলের হাত ধরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here