স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কলকাতার কোনো হাসপাতালে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ বহরমপুরে

0
79

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছিল সৌরভ সেখ নামের ১৪ বছরের যুবক। পায়ে গুরুতর আঘাত পেয়ে ৬ ইঞ্চি হাড় আলাদা হয়ে যায়! যন্ত্রনারত কাতর ছেলেটিকে প্রথমে কান্দি এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে সঠিকভাবে চিকিৎসা না দিতে পারায় চিকিৎসকেরা কলকাতায় রেফার করেছিলেন। কিন্তু নীলরতন থেকে শুরু করে একাধিক সরকারী হাসপাতালে ঘুরেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রোগীর আত্মীয়স্বজন।

patient
নিজস্ব চিত্র

উল্লেখ্য, মুর্শিদাবাদের কান্দি গাঁতলার মোড়ে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা নাগাদ একটি ডাম্পার লরির ধাক্কায় গাঁতলা গ্রামের সৌরভ সেখের পায়ে গুরুতর চোট লেগে হাড় আলাদা হয়ে যায়। সৌরভ সেখের আত্মীয় আজফার সেখ বলেন, “বহরমপুর মেডিক্যালে নিয়ে যাওয়া পর চিকিৎসকরা কলকাতায় রেফার করে। কলকাতার নীলরতন থেকে শুরু করে দু তিনটি হসপিটালে অনেক অনুরোধ করেও ভর্তি নেয়নি। নীলরতন সামনে এক দালাল স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিল ভর্তি করিয়ে দেওয়ার জন্য। কিন্তু অত টাকা কোথায় পাব! সারাদিন হয়রানি! রোগীর অবস্থা খুব খারাপ হতে থাকে! বাধ্য হয়ে রাত্রি বেলায় আবার বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি।”

কান্দির বিশিষ্ট শিক্ষক দেলোয়ার সেখ বলেন, “এটি একটি চরম অমানবিকতার দৃষ্টান্ত। যে জেলার এত বড়ো মেডিক্যাল কলেজ ছেলেটির চিকিৎসা করতে পারলো না, সেখানে একটা বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা করাতে হচ্ছে, তাতে বোঝায় যাচ্ছে চিকিৎসাটা বেসরকারিকরনের পথে এগিয়ে যাচ্ছে। দান, অনুগ্রহের উপর বেশি বিশ্বাস রাখলে সাধারণ খেটে খাওয়া মেহনতি গরীব মানুষের অবস্থা ভয়াবহতার মধ্যে অতিবাহিত হবে।”

এখন প্রশ্ন উঠছে সাধারণ গরীব মানুষ বহরমপুর থেকে সুদূর কলকাতায় গিয়ে হয়রানির স্বীকার হয়ে অসুস্থ রোগীকে নিয়ে ফিরে আসতে হলে এর চিকিৎসা এবং সুবিচার কে দেবে?

আরও পড়ুনঃ সংক্রমণ বৃদ্ধিতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ, বন্ধ স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়, সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here