সংক্রমণ বৃদ্ধিতে রাজ্যে জারি কড়া বিধিনিষেধ, বন্ধ স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়, সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

0
103

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, তাই বিধি নিষেধ বাড়ার ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রীর কথাতেই। আজ নবান্ন থেকে সেই ঘোষণাই করলেন রাজ্যের মুখ্য সচিব। আপাতত আগামী ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ।

Nabanna
নিজস্ব চিত্র

আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ সব বিনোদন পার্ক। বন্ধ থাকবে জিম, সুইমিং পুল, বিউটি পার্লার। ৫০ শতাংশের উপস্থিতিতে রাত ১০ টার পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও সিনেমাহল।

সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন। বাকি সময় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন ও মেট্রো রেল। সরকারি ও বেসরকারি অফিসে কাজ চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে, জোর দিতে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে।

covid protocol
রাজ্য সরকারের নির্দেশিকা

রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কড়া বিধিনিষেধ, মাস্ক না পরলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সভা, জমায়েতের ক্ষেত্রে সর্বাধিক ২০০ জনের বসার ব্যবস্থা বা হলের স্বাভাবিক ধারণ ক্ষমতার ৫০ শতাংশ মানুষের উপস্থিতির মধ্যে যেটি সংখ্যায় কম তা মেনে। বিয়ের ক্ষেত্রে সর্বাধিক ৫০ জনের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে এবং শ্রাদ্ধ, দাহকাজ বা কবর দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক ২০ জনের জমায়েতের অনুমোদন থাকছে আপাতত।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ বাড়ার কারণে প্রতিটি রাজ্যকে নয়া নির্দেশিকা কেন্দ্রের

জরুরি পরিষেবা ছাড়া রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে। সোমবার থেকে ইউকে থেকে আসা কোন বিমান নামতে দেওয়া হবে না কলকাতা বিমানবন্দরে। বিদেশ থেকে বিমানে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here