চাষের জমির মাটি কাটার অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে

0
124

শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে অভিযোগের পর অভিযোগ উঠেছে কালনায় চাষের জমি থেকে মাটি কাটার।তাই কালনা ২ নম্বর ব্লকের সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বাসিন্দারা মাটি কাটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে কাটোয়া মহকুমা শাসকের কাছে।মঙ্গলবার মহকুমা শাসক সূত্রে জানা গিয়েছে যে একটি অভিযোগ পত্র জমা পড়েছে তাদের দাবি অবিলম্বে চাষের জমির মাটি কাটা বন্ধ হোক।কালনার সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বন্দেবাজ এলাকার চাষযোগ্য জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ।ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এ অভিযোগ জানিয়েও কোনো কাজের কাজ হয়নি বলে খবর অথচ মাটি মাফিয়া দৌরাত্ম্য দিনের পর দিন বাড়ছে।
স্থানীয়দের আরো অভিযোগ যে জে সি পি দিয়ে মাটি কাটার কাজ চলছে।প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে,এলাকার দুষ্কৃতীদের দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।বাসিন্দাদের অভিযোগ যে মাটি মাফিয়া এমনটাই প্রভাব যে কোন সময় তাদের প্রাণে ও মেরে দিতে পারে তাই দিনের পর দিন এই ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।মহকুমা শাসক জানিয়েছেন যে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে বেআইনি কাজ কে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সমগ্র বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ পুকুর ভরাটের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here