নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
সক্রিয় এক বিজেপি কর্মীকে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।গুরুতর আহত ঐ বিজেপি কর্মীর নাম স্বপন মল্ল।
রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার পিড়রাবনি গ্রাম পঞ্চায়েতের বালিজোড়া গ্রামে।এই ঘটনায় ঐ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।এদিন সকালে বিজেপি কর্মী স্বপন মল্ল গ্রামের রেশন দোকান থেকে সাইকেলে চেপে রেশন নিয়ে বাড়ি ফেরার পথে ঝোপের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে জনৈক পবিত্র রুইদাস নামে এক তৃণমূল কর্মী এবং তাকে ছুরি দিয়ে আক্রমন করে বলে অভিযোগ।
এই ঘটনায় তিনি কান, গলা ও হাতের আঙ্গুলে গভীর চোট পান অতর্কিত এই আক্রমণের পর ঐ তৃণমূল কর্মী এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ।সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মী স্বপন মল্ল তাঁর স্ত্রীকে দলীয় প্রতিকে দাঁড় করাতে চেয়েছিলেন।যদিও শাসক দলের বাধায় তিনি তা পারেননি বলে অভিযোগ।এরপর থেকে ঐ তৃণমূল কর্মী প্রায়শই মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ।
এই ঘটনায় তৃণমূল কর্মী পবিত্র রুইদাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত স্বপন মল্ল।বিজেপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হলেও শাসক তৃণমূল সম্পূর্ণ অস্বীকার করেছে।
আরও পড়ুনঃ বিজেপির সন্ত্রাস, পুলিশী নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584