গাড়িচালককে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

0
80

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
দলের নেতার কথা অগ্রাহ্য করায় জিও চালককে ব্যাপক মারধোরের অভিযোগ উঠলো বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকার তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্ত্তীর স্বামী বাপী চক্রবর্ত্তী ও তার দল বলের বিরুদ্ধে।আক্রান্ত জিও চালকের নাম আহম্মেদ হোসেন দালাল।ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকায়।

আহম্মেদ হোসেন দালাল (আক্রান্ত জিও চালক)। নিজস্ব চিত্র

সূত্রের খবর,অন্যান্য দিনের মতো বুধবার দুপুরেও কেঠারডাঙ্গার বাসিন্দা আহম্মেদ হোসেন দালাল নামে ঐ জিওচালক যাত্রী বোঝাই জিও গাড়ি নিয়ে যাচ্ছিলেন।

জিও গাড়িটি। নিজস্ব চিত্র

কেন্দুয়াডিহি এলাকায় তৃণমূলের কার্যালয়ের পাশ দিয়ে তিনি জিও নিয়ে যাওয়ার সময় ঐ কাউন্সিলরের স্বামী ঐ জিও চালককে দাঁড়াতে বলেন।

আকবর দালাল (তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা)। নিজস্ব চিত্র

শহরের রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বেশ কিছু টোটো-জিও তারা এদিন আটক করেছিলেন কিন্তু যাত্রী থাকায় ঐ জিও চালক তৃণমূল নেতার কথা না শুনে পালাতে গেলে তাকে ধরে এনে মারধোর করা হয় বলে অভিযোগ। চড় থাপ্পড়ের পাশাপাশি লাঠি দিয়েও তাকে মারধোরের অভিযোগ উঠছে।

নিগৃহীত চালকের মুখে আঘাতের চিহ্ন। নিজস্ব চিত্র

আহত জিও চালককে অন্যান্য টোটো চালকরা উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

বাপী চক্রবর্ত্তী (অভিযুক্ত,তৃণমূল নেতা)। নিজস্ব চিত্র

বুধবার রাত ১২ টা নাগাদ ঐ তৃণমূল নেতা বাপী চক্রবর্ত্তীর নামে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

নিজস্ব চিত্র

এর আগেও এই ধরণের ঘটনা অভিযুক্ত বাপী চক্রবর্ত্তী ঘটিয়েছেন বলে অভিযোগ।যদিও বাপী চক্রবর্ত্তী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় মৃত দোকান মালিক, গুরুতর আহত পাঁচ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here