মনিরুল হক,কোচবিহারঃ
এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে দিনহাটা ১নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত বড়ভিটার ১৩০ নং বুথ এলাকায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম মৃণাল বর্মণ।
স্থানীয় লোকজন আহত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় মাতালহাট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির অভিযোগ,শনিবার রাতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী মাতালহাট গ্রাম পঞ্চায়েত বড়ভিটার ১৩০ নং বুথ এলাকার বিজেপি কর্মী মৃণাল বর্মনের বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে ডেকে তুলে বেধড়ক মারধোর করে।তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ প্রচারের শেষ মূহুর্তে বালুরঘাটে ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ বিজেপির,পাল্টা অভিযোগ তৃণমূলের
আক্রান্ত ওই বিজেপি কর্মী দিনহাটা হাসপাতালের শয্যায় শুয়ে অভিযোগ করে জানান, গতকাল রাতে বাড়িতে এসে ডাকা ডাকি করলে ঘুম থেকে উঠে বাইরে যান মৃণাল বাবু। সেখানে দাঁড়িয়ে থাকা ১০-১২ জন লোক মিলে তাঁকে লাঠি সোটা দিয়ে বেধড়ক মারধোর করে। ওই সময় কাউকে যাতে চিনতে না পারেন, সেই কারণে ইলেকট্রিক লাইন বন্ধ করে দিয়ে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ। মৃণাল বাবু বলেন, “বিজেপি করি বলে তৃণমূল কংগ্রেসের লোকজন এভাবে আমার উপড়ে আক্রমণ করল। আমার মাথা ফাটিয়ে দেওয়া হল। পুলিশ সমস্ত ঘটনা জেনে গেছে। দ্রুত যাতে অভিযুক্তারা গ্রেপ্তার হয়, সেটাই দাবী জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584