নিজস্ব সংবাদদাতা,পূর্বস্থলীঃ
সহায়কমূল্যে ধান কেনার জন্য সরকার বারংবার জানালেও ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান না কিনে ফড়েদের কাছ থেকে ধান কিনছে সমবায়।এমনই এক অভিযোগ তুলে বিক্ষোভ সহ ম্যানেজারকে ঘেরাও করলেন চাষিরা।
এই ঘটনায় শনিবার উত্তপ্ত হলো পূর্বস্থলী ১ ব্লকের নাদনঘাট এলাকায় থাকা পূর্বস্থলী থানা বৃহদকার সমবায় বিপণন সমিতিতে।স্বাভাবিক কারণেই ক্ষুব্দ্ধ চাষিরা তাদের ধান সহায়কমূল্যে কিনতে হবে এই দাবি তুলে সমবায়ের ম্যানেজার সমর ঘোষকে ঘেরাও করে রাখেন তারা।শেষ পর্যন্ত আশ্বাস পাওয়ায় ঘেরাও মুক্ত হোন ম্যানেজার।যদিও চাষিদের এই অভিযোগ সঠিক নয় বলে দাবি ম্যানেজারের।
নাদনঘাট থানা এলাকার বেশ কয়েকজন চাষি নবকুমার ঘোষ,বসিদুল সেখ,আলম সাহানাদের দাবি প্রায় একসপ্তাহ ধরে সহায়কমূল্যে ধান কেনা শুরু হয়েছে উক্ত সমবায়ে,কিন্তু ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান না কিনে ফড়েদের কাছ থেকে ধান কিনছে উক্ত সমবায়।শুধু তাই নয় এই সমবায়ে ধান বিক্রি করেও চাষিদের যে উৎসাহ ভাতা দেওয়া হয় তাও পাওয়া যায়না।এই নিয়েই সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিক্ষোভ হয়।যদিও ম্যানেজার সমর ঘোষ জানান,‘আমরা সরাসরি চাষিদের বাড়ি থেকে ধান কিনছি।এই ধরনের অভিযোগ সত্য নয়।আর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করলে উৎসাহ ভাতা দেওয়া হয়।
আমাদের সমবায়ে সেই সুযোগ নেই।আমরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলা স্তরে চাষিদের উৎসাহ ভাতা দেওয়ার জন্য দরবার করেছি।’যদিও দুই ঘন্টা ধরে ম্যানেজার ঘেরাও থাকার পরে চাষিদের কাছ থেকে ধান কিনবেন ও যাদের ধান কিনেছেন তাদের তালিকা প্রকাশ করবেন বলে লিখিত আশ্বাস দেন।এরপরেই ঘেরাও বিক্ষোভ উঠে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584