নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠল মালদহের চাঁচল – ১ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রামদেবপুর প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাইস্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে।অভিযোগ তুলেছেন অভিবাবক ও বাসিন্দাদের একাংশ। তাঁদের পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতি ও সরকারি অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে।বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রাথমিক ও জুনিয়ার হাই স্কুলের মিড ডে মিলের রান্না একই জায়গায় করা হচ্ছে। রান্নার কাজের দায়িত্ব পাওয়া সেল্ফ হেল্প গ্রুপের মহিলারা দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের রান্না একসঙ্গে করছে।এর ফলে বিড়ম্বনা বাড়ছে ছাত্র-ছাত্রীরাও ঠিক মতন খাবার পাচ্ছে না। সাপ্তাহিক তালিকা ভিত্তিক খাবার না দেওয়া সহ নিম্নমানের খাবার দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে।সপ্তাহে একদিন ডিম ও একদিন সয়াবিনের তরকারি দেওয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তা দেওয়া হচ্ছে না।ছাত্র-ছাত্রীদের কথায়,রান্নার মান এতটাই খারাপ যে অনেক সময় খাবার ফেলে দিতে হয়। শিক্ষকদের কাছে অভিযোগ জানানো হলেও তারা সে বিষয়ে কর্ণপাত করেন না। তালিকা অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহে একদিন ডিম ও একদিন সয়াবিনের তরকারি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না।কোনও মাসে একদিন মাত্র ডিম দেওয়া হয়।আবার কোন মাসে তাও দেওয়া হয়না।অথচ তালিকায় ডিম ও সয়াবিনের তরকারি দেওয়ার কথা লেখা রয়েছে। অভিভাবকদের পক্ষ থেকেও নিম্নমানের খাবার এবং তালিকা অনুযায়ী খাবার না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও মিড ডে মিলের কাজের দায়িত্ব প্রাপ্ত রামদেবপুর শিশু উন্নয়ন সমিতির সদস্যারা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।স্কুল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাথমিক ও জুনিয়র দুই বিভাগের স্কুল কর্তৃপক্ষ জানায়,প্রাইমারিতে রয়েছে ৪৪ জন ছাত্রছাত্রী।আর জুনিয়ার হাইস্কুলে় হয়েছে ৫০ জন ছাত্র ছাত্রী।কয়েক বছর আগে জুনিয়ার হাই স্কুলের সরকারি অনুমোদন পাওয়া গেছে।ছাত্র ছাত্রীর অভাবে প্রাইমারি বিভাগটি প্রায় উঠে যাবার মুখে এসে পৌঁছায়।এই পরিস্থিতিতে মিড ডে মিলও বন্ধ হয়ে যায়। ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলের মিড ডে মিল পুনরায় শুরু করা হয়। স্কুলের সীমানা প্রাচীর না থাকার সমস্যার কথাও জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ প্রশাসনিক পরিষেবা নিয়ে খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584