তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রশিদপুর বিদ্যালয়ের সামনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় উচ্চস্তম্ভ বৈদ্যুতিক আলো বসানোর কাজ শেষ হলেও তা উদ্বোধন করা সম্ভব হয়নি।লোক সভা নির্বাচন ঘোষণা হবার ফলে সেটি উদ্বোধন করা সম্ভব হয়নি নির্বাচনী ‘কোড অফ কনডাক্ট’ লাগু হবার কারনে।সেই কারনেই মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত একটি ফ্লেক্স সম্পুর্ন ভাবে ঢেকে রাখা হয়।নির্বাচনের পরে কোন এক সময়ে তা উদ্বোধন করা হবে,কিন্তু শনিবার সকালে দেখা যায় সেই ঢেকে রাখা ফ্লেক্স এ থাকা মুখ্যমন্ত্রীর ছবির মুখে কালি লেপন করে দিয়েছে।যা অত্যন্ত অসভ্যতার চরম নিদর্শন বলেই কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক পাল মনে করেন।কার্তিক বাবু বলেন,’কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের জোয়ার দেখে কালিয়াগঞ্জ শহরের বিজেপি সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে।বিজেপি ভাঙতে পারে, গড়তে পারেনা।তাই এত উন্নয়ন কোন ভাবেই তারা সহ্য করতে পাড়ছেনা।কালিয়াগঞ্জ পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডে যে বিশাল আলো দেওয়া হচ্ছে এর ফলে এলাকার মানুষদের সুবিধা হবে।উন্নয়নের মধ্যে বিজেপি রাজনীতির গন্ধ পাচ্ছে।’
কার্তিক বাবু বলেন তিনি এ ব্যাপারে কালিয়াগঞ্জ থানাকে অবহিত করেছেন।অবিলম্বে এই কাজের সাথে যারা যুক্ত তাদের খুঁজে বের করে চরম শাস্তি দেবার দাবি জানিয়েছেন।পৌরপিতা নির্বাচন কমিসনকেও লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা কার্তিক পালের বিজেপি সম্পর্কে আনা অভিযোগ সম্পর্কে বিজেপির রাজ্য যুব মোর্চার অন্যতম সদস্য গৌরাঙ্গ দাসকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন,’তৃণমূলের নেতারা বর্তমানে বিজেপি আতঙ্কে ভুগছে।বিজেপির এমন দুর্দিন আসেনি যে রশিদপুড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কালি ঘষে দেবে আমাদের বিজেপি দলের সমর্থকেরা।’
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থীর প্রচারে দেওয়াল লেখায় কালি ছেটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
গৌরাঙ্গ দাস আরো বলেন, ‘বিজেপির প্রার্থী এবার রায়গঞ্জ আসন দখল করছে।তাই কখন কার সম্পর্কে কি বলছেন উনি নিজেও জানেন না আসলে ওনার দলের লোকেরা এইসব অসভ্যতা করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584