সিপিএম কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নোটিশ পাঠানোর অভিযোগ

0
53

সুদীপ পাল,বর্ধমানঃ

সামনেই ভোট।তাতে গোলমাল পাকাতে পারেন অনেকেই। তাই দুর্গাপুরে কয়েকশো ব্যক্তিকে ফৌজদারি মামলার নোটিশ পাঠিয়েছে পুলিশ।অতীতে কোনও গোলমালে জড়িত থাকার অভিযোগ থাকলে অথবা কেউ অশান্তি পাকাতে পারে এই সন্দেহ থাকলে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১০৭ ধারায় সেই ব্যক্তিকে নোটিশ পাঠানো যেতে পারে।ভবিষ্যতে তাঁরা কোনও গোলমাল করবেন না, এই মর্মে মুচলেকা (বন্ড) নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু সিপিএমের
অভিযোগ বেছে বেছে তাঁদের দলীয় কর্মীদেরই নোটিশ পাঠানো হয়েছে।

Complaints of sending criminal notices against CPM
ফাইল চিত্র

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন,অনৈতিক ভাবে বেছে বেছে মিথ্যা অভিযোগ তুলে আমাদের কর্মীদেরই নোটিশ পাঠানো হয়েছে।সিপিএমের অভিযোগ,শাসক দলের মদত পুষ্ট দুষ্কৃতীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন তাদের দিকে নজর দিচ্ছে না।

আরও পড়ুনঃ বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আইন-শৃঙ্খলা ঠিক রাখতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মত পুলিশ দপ্তরের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here