জেলায় বাড়ছে সংক্রমণ,লক ডাউনে হুঁশ ফেরেনি জনতার

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা মুক্ত হলেন উত্তর দিনাজপুর জেলায়।পাশাপাশি, করোনা সংক্রমণের সংখ্যাতেও নতুন রেকর্ড তৈরি হয়েছে জেলায়। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সোমবার রাতের করোনা বুলেটিন সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে নতুন করে সংক্রমিত ৪৪ জন।

road | newsfront.co
ফাইল চিত্র

করোনা ভাইরাসে আক্রান্ত ৬৩৯ জন। এদিকে করোনা মুক্ত হয়েছেন ৬৬ জন। জেলায় কোভিড ১৯ মুক্ত ৪১৭ জন৷ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখনও ২২১ জন। এদিকে রায়গঞ্জে কয়েকজন স্বাস্থ্য কর্মী ও দমকল কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলার চার পুরএলাকা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুরে লকডাউন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক কারনে মার খাচ্ছে চা পাতার উৎপাদন

আগামী ২৬ জুলাই পর্যন্ত চার পুরএলাকায় লকডাউন জারি থাকবে৷ মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এখনও এক শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। মাস্ক ছাড়াই শহরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষকে।

এদিকে রাজ্যের কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।মঙ্গলবার সকালে লকডাউনের দ্বিতীয় দিনেও মানুষের মধ্যে কোন হেলদোল নেই বলে প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে। শহরের মানুষকে অযথা রাস্তায় ভিড় করতে দেখা গিয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here