ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দিন দিন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। অন্যান্য রাজ্যের মত তামিলনাড়ুতেও আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। গত কয়েক দিনে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তাই এবার পরিস্থিতি সামলাতে দু’সপ্তাহের সম্পূর্ন লকডাউন ঘোষণা করল তামিলনাড়ু সরকার।
স্ট্যালিন সরকারের তরফে জানানো হয়েছে, ১০মে থেকে ২৪মে পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। যদিও বলা হয়েছে, বাজার খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। বাকি সমস্ত দোকান বন্ধ থাকবে তবে যারা জরুরি পরিষেবার কাজে যুক্ত তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না, কাজে যেতে পারবেন তারা। এছাড়াও জানানো হয়েছে, শনিবার ও রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা থাকবে।
Tamil Nadu government announces complete lockdown for two weeks starting May 10 to control the spread of COVID-19 pic.twitter.com/h6QcZHE0nH
— ANI (@ANI) May 8, 2021
আরও পড়ুনঃ ১০মে থেকে ২৪মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কর্নাটকে, ঘোষণা মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার
গতকাল, কর্নাটকেও জারি হয়েছে দু সপ্তাহের পূর্ন লকডাউন। প্রসঙ্গত, গত ২৪ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ২৪হাজার ৪৬৫ জন, দৈনিক মৃত্যুর সংখ্যাও ১০০পেরিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584