আজ থেকে মালদহে কঠোর লকডাউন

0
58

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আজ থেকে মালদহে কঠোর হল লকডাউন। সাত দিনের জন্য এই লকডাউন বিধি কার্যকর করেছে প্রশাসন। করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আনলক পর্বে কঠোর এই লকডাউন বিধির কথা মঙ্গলবার সন্ধ্যা থেকেই মাইকে প্রচার করতে শুরু করে পুলিশ। মালদহে কালিয়াচক, জালালপুর ও সুজাপুরে সাত দিন লকডাউন কার্যকর করা হচ্ছে। লকডাউন বিধি কার্যকর করা নিয়ে ইংরেজবাজার শহরের একাংশের বস্ত্র ব্যবসায়ীরা প্রশ্ন তুলছে শুরু করেছে। জেলা প্রশাসনের কাছে তারা স্মারকলিপি দিয়েছেন।

announcement | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁদের বক্তব্য, ‘তাঁরা লকডাউনের পক্ষে। কিন্তু লকডাউন কার্যকর করতে গেলে মুদিখানাও খোলা রাখলে চলবে না। সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে।’ মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬০ জন। খোদ সদর মহকুমাশাসকও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কঠোর লকডাউন বিধি কার্যকর করতে পুলিশ কতটা পথে নামবে সেই প্রশ্ন উঠেছে। কেননা একের পর এক পুলিশ অফিসার ও কর্মী ইতিমধ্যে করোনা আক্রান্ত হওয়ায় পুলিশ কর্মীরাও আতঙ্কিত।

আরও পড়ুনঃ বিজেপি কর্মী বলে ১০০ দিনের কাজে বাধা, পথ অবরোধে শ্রমিকরা

জেলা এক পুলিশ আধিকারিক বলেন, ‘এটা বাস্তব যে একাধিক আধিকারিক, কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা করোনা আক্রান্ত হওয়ায় আমরা আতঙ্কিত। তবে প্রশাসনিক সিদ্ধান্ত আমরা মাইকিং করে জানাচ্ছি। সাধারণ মানুষ যেন সচেতন হয়। পুলিশ বাজারে টহল দেবে। প্রথমেই কাউকে ধড়পাকড় করা হবে না। কিন্তু তারপরেও লকডাউনের বিধিনিষেধ না মানা হলে কঠোর হতেই হবে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here