করোনা সংক্রমণ রুখতে ফের ঘরবন্দি

0
30

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংক্রমণ রুখতে ফের বৃহস্পতিবার বিকাল ৫ টার পর থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি পুরসভাতেই শুরু হচ্ছে কড়া লকডাউন। আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রশাসনিক ভবনে গতকালের নবান্নের নির্দেশের পর জেলার করোনা পরিস্থিতি নিয়ে গঠিত টাস্ক ফোর্স কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে জেলার করোনা বিষয় নিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

no crowd | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা মোকাবিলায় বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর জেলার এই তিনটি পুরসভার পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েত, কুমারগঞ্জের ভোঁওড় গ্রাম পঞ্চায়েত এবং হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ লকডাউন থাকবে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে এবারের লকডাউন পালনের জন্য সরকারের তরফে পুলিশকে কড়া হওয়ার কথা বলায়, জেলায় লকডাউন নিয়ে পুলিশ কড়া মনোভাব দেখাবে। যেন বাড়ির বাইরে অপ্রয়োজনে কেউ না বেড়াতে পারে।

আরও পড়ুনঃ কাঁথিতে নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে শিশির, দিব্যেন্দু

জানা গিয়েছে এই নিয়ে জেলার তিনটি পুরসভা ও পঞ্চায়েতের গ্রাম গুলিতে মাইকিং করে জনগণকে প্রশাসনের তরফে জানানোর কাজ আজ বিকেল থেকেই শুরু করে দেওয়া হবে। তবে অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। বন্ধ থাকবে বিভিন্ন শপিং মল ও রেস্তোরাঁ। চায়ের দোকানও বন্ধ থাকবে। জমায়েত করা যাবে না লকডাউন এরিয়ায়।

অত্যাবশ্যকীয় দোকান খোলা নিয়েও বেশ কিছু শর্ত মেনে চলার কথা বলা হয়েছে। লকডাউন পর্বে গাড়ি চলাচল করলেও একই রকম শর্ত মেনেই চলতে হবে জেলার গাড়ি গুলিকে বলে জানা গিয়েছে। তবে পুলিশ প্রশাসনকে কঠোর ভাবে টোটো চলাচলের উপর বিধিনিষেধ বলবৎ করার কথা বলা হয়েছে। মাছ বাজার ও সবজি বাজার খোলা রাখার ক্ষেত্রেও সময় সীমা বেঁধে দেওয়ার বিষয়টি ভেবে দেখছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ কর্মচারীদের বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারের আবেদন খারিজ করল স্যাট

এদিকে আজ জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্তের কোন খবর না এলেও কয়েক দিন আগে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১ কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ৭ দিনের জন্য সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ। যদিও আগে জেলায় বেশ কয়েকটি কনটেনমেন্ট জোন থাকলেও এখন এই জেলায় মালদা সীমান্ত লাগোয়া পাথরঘাটায় মাত্র একটি কনটেনমেন্ট জোন রয়েছে ।

তাই অন্য জেলায় কনটেনমেন্ট জোন হিসেবে লকডাউন হলেও জেলার করোনা নিয়ে সামগ্রিক পর্যালোচনায় জেলার তিনটি পুরসভার কথা উঠে আসায় সেখানে ফের আগামীকাল থেকে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েত, কুমারগঞ্জের ভোঁওড় গ্রাম পঞ্চায়েত এবং হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here