ধর্মঘটে স্তব্ধ উত্তর দিনাজপুর

0
131

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Complete Strike at South Dinajpur
নিরাপত্তা রক্ষী ছাড়া জনমানবশূন্য। নিজস্ব চিত্র

পেট্রো ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ও বামেদের আলাদা আলাদা ভারত বন্ধের ডাকা বন্ধে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সহ সর্বত্রই স্তব্ধ।সরকারি দুই একটি যাত্রীবিহীন বাস কিছু রুটে দেখা গেলেও দেখা যায়নি বেসরকারি বাসদের।যদিও বিক্ষিপ্তভাবে ট্রেন চলা চল করে।সরকারি অফিস খোলা থাকলেও ছিলন।তেমন উপস্থিতি ছিলো না,বেশ কিছু ব্যাঙ্কে কোন কাজ হয়নি।যদিও এই বন্ধকে তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে সমর্থন করলেও ধর্মঘটকে তারা বিরোধিতা করে।অর্থাৎ যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না।উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বন্ধ সম্পুর্ন সফল হয়েছে বলে জানান।কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায় বন্ধ নিয়ে তৃণমূলের বিরোধিতার ফলে বিজেপির হাতকেই শক্ত করেছেন বলে জানান।এদিকে বাম দলের পক্ষে বলা হয় আজকের বন্ধ সর্বাত্মক।

আরও পড়ুনঃ ধর্মঘটে মিশ্রসাড়া দক্ষিণ চব্বিশ পরগনায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here