নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চ্যানেলের প্রোমো ইতিমধ্যেই জানান দিয়েছে আসতে চলেছে আরও কয়েকটি নতুন বাংলা ধারাবাহিক। তালিকায় রয়েছে ‘ধূলোকণা’, ‘সর্বজয়া’, ‘মন ফাগুন’, ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে এই সব ধারাবাহিকের ফ্যান পেজ। বলতে দ্বিধা নেই, নতুন চরিত্রদের চিনে নিতে অধীর আগ্রহ বাসা বেঁধেছে টেলিদর্শকের মনে। জট সাময়িক কাটিয়ে অল্প সংখ্যক লোকের ইউনিট নিয়ে শুরু হয়েছে টেলিপাড়ার শুটিং। এর মাঝেই শনিবার ফের প্রশ্নের মুখে টেলিপাড়ার কাজকর্ম।
সূত্রের খবর, ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ‘ডব্লিউএটিপি’ (মেগাসিরিয়ালের প্রডিউসার ইউনিয়ন) যতদিন না পর্যন্ত আমাদের মাদার বডি ফেডারেশন-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে, ততদিন পর্যন্ত আমরা কোনও নতুন কাজের শুটিং (মেগা সিরিয়াল) এবং সেটের কোনওরকম কাজ করব না। এটা সকলের সম্মিলিত ভাবে গৃহীত সিদ্ধান্ত। তবে, ফেডারেশনের পক্ষ থেকে এহেন দাবি উঠলেও অফিসিয়ালি কোনও বার্তা দেওয়া হয়নি প্রোডিউসারদের। তাতে জট আরও বাড়ছে।
আরও পড়ুনঃ “কিছু কিছু সিনেমা, গানের রিমেক হওয়া ঠিক নয়”- জানালেন সৌরভ দাস
সূত্র বলছে, ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটক এ প্রসঙ্গে বলেন- “বহুদিন ধরেই আমরা বলে এসেছি পুরনো চুক্তি সই করা হলেই নতুন কাজ শুরু হবে। দু’ বছর ধরে অপেক্ষা করছি আমরা। প্রযোজকদের তরফে সই করা হলেই শুরু হবে কাজ। আলোচনায় বসতেও রাজি আমরা।”
আরও পড়ুনঃ বাবার পথে হাঁটতে চান ইরফান পুত্র, ছাড়লেন লেখাপড়া
২৮ জুন একটি সাংবাদিক বৈঠক রয়েছে। তারপরে জানা যাবে কী ঘটতে চলেছে আগামী দিনে। পাশাপাশি আসন্ন ধারাবাহিকগুলির কাজ কীভাবে চলবে সেই বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584