নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বালুরঘাট ডিআই অফিসে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কম্পিউটার শিক্ষকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বালুরঘাট সত্যজিৎ মঞ্চের সামনে থেকে একটি মিছিল বের করেন।
এরপর মিছিলটি রঘুনাথপুর হয়ে ডিআই অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের চাকরির স্থায়ীকরণ সহ তিন দফা দাবির ভিত্তিতে স্কুল পরিদর্শক এর কাছে স্মারকলিপি জমা দেয়।
আরও পড়ুনঃ মুক্তি পেল খাঁচায় বন্দি বাঘ
অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত রজক জানান, কম্পিউটার শিক্ষকদের কোন কোম্পানির মাধ্যমে নয়, সরকারি মাধ্যমে নিয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ কোচবিহারে বিএসএনএল কর্মীদের হাতে হেনস্থার শিকার প্রাক্তন সেনাকর্মীরা
কম্পিউটার শিক্ষা কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক প্রদান করতে হবে। এই দাবিতে এদিন তারা ডি আই অফিসে ডেপুটেশন দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584