মৃত মায়ের আত্মার শান্তি কামনায় পথচারীদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন

0
224

মনোদীপ ব্যানার্জী, বহরমপুরঃ

মা গত হয়েছেন ৪ঠা নভেম্বর। সেই মায়ের স্মৃতির উদ্যেশ্যে দুঃস্থ পথচারীদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিলেন ঘোষ দম্পতি। পাশে দাঁড়ালো বহরমপুরের স্বেচ্ছাসেবী সংস্থা আহ্বান।

Conducting lunch for pedestrians Wishing for peace of mother's soul
পথচারীদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

বহরমপুর সুতিরমাঠ নিবাসী সাথী ঘোষের পুত্র ও পুত্রবধূ পরাগ ঘোষ এবং মৌসুমী ঘোষ দায়িত্ব নেন মায়ের আত্মার শান্তি কামনায় দুঃস্থ মানুষের মধ্যাহ্ন ভোজনের। সোমবার দুপুরে এই উদ্যেশ্যে বহরমপুর শহরের মোহনের মোড় সংলগ্ন এলাকায় পথচারীদের হাতে খাবার তুলেদেন আহ্বানের সদস্যরা।

Conducting lunch for pedestrians Wishing for peace of mother's soul
নিজস্ব চিত্র

এমন উদ্যোগে খুশি পথচারী থেকে সংস্থার সদস্যরাও। সংস্থার সম্পাদক সৌভিক সিংহ আহ্বান সংস্থার পক্ষ্য থেকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here