জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পাঁচথুপি হরিপদ গৌরিবালা কলেজের দীর্ঘদিনের দাবি ছিল একটি আলোচনা কক্ষ ও সীমানা নির্ধারক পাঁচিলের সোমবার সেই দাবি পূরণ করে কলেজের একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ও সীমানা প্রাচীর এর শুভ উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ও বড়ঞা বিধানসভার বিধায়ক তথা ব্লক সভাপতি জীবন কৃষ্ণ সাহা।
আরও পড়ুনঃ বিপ্লবী আন্দোলনে মেদিনীপুর কলেজের ভূমিকা বিষয়ে আলোচনা সভা
মূলত ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ও কলেজের উন্নত মানের পরিকাঠামো তৈরীর উদ্দেশ্যে প্রায় ৬৮ লক্ষ্ ৭৭ হাজার ৫৬২ টাকা অর্থ ব্যয় করে কলেজের এই নতুন শ্রেণিকক্ষ ও প্রাচীর নির্মাণের কাজ শুরু হলো সোমবার থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ সাংগঠনিক সভাপতি সায়নী সিংহ রায় ভরপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কোভির বড়ঞা ব্লক জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ কলেজের পদস্থ কর্তৃপক্ষ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584