মনিরুল হক, কোচবিহারঃ
আমাদের অঙ্গীকার নির্মল কোচবিহার এই স্লোগানে শনিবার দিনহাটা ২ নং ব্লকের খারুভাজে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোচবিহার জেলা সি এফ অ্যাসোসিয়েশন সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার সি এফরা এই সভায় উপস্থিত ছিলেন।
এদিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান উজ্জ্বল তালুকদার, প্রাক্তন প্রধান কাজল দাস।
আরও পড়ুনঃ চন্দ্রকোনা এলাকায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত উদাসীন প্রশাসন
এই সভায় পৌরহিত্য করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র সরকার। তিনি বলেন, স্বচ্ছ অভিযানের মাধ্যমে এক সময়ে নির্মল বাংলা, স্বচ্ছ ভারত গড়ে উঠলেও বর্তমানে সি এফরা তেমন গুরুত্ব পারছেনা। দিনহাটা ২ নং ব্লক এই স্বচ্ছতার ক্ষেত্রে নজির গড়লেও বর্তমানে সি এফরা সেখানে তেমন ভূমিকা গ্রহণ করতে পারছেনা।
কার্যত দিন দিন হারিয়ে যাচ্ছে সি এফরা। তাই সাংগঠনিক আলোচনা করে এবার সি এফদের সক্রিয় করার দাবীতে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয় কোচবিহার জেলা সি এফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584