সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির সম্মেলন

0
58

মনিরুল হক, কোচবিহারঃ

সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির সন্মেলনে জৈব সার ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপিত হল। রবিবার দিনহাটা পুরসভার আপন নিলয়ে সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির ৯ ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের এদিনের সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান দিনহাটা পুরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা কৃষি আধিকারিক যাদব চন্দ্র মন্ডল, সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক জগবন্ধু সাহা, রবি ভাদূড়ি, কাউন্সিলার অসীম নন্দী, অভ্যর্থনা কমিটির সভাপতি সুবোধ চন্দ, বীরেন্দ্রনাথ সরকার, সুরেন্দ্র কুমার রাঠি, পুলক বোস প্রমূখ। এদিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ কৃষির উন্নয়নে রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন সার ও কৃষি উপকরন ব্যবসায়ীদের জৈব সারের উপর বেশি জোর দিতে হবে।

নিজস্ব চিত্র

সন্মেলনে মহকুমা কৃষি আধিকারিক যাদব চন্দ্র মন্ডল জৈব সার ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন। এদিনের এই সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও আগামী দিনে কৃষির ও কৃষকের উন্নয়নে সার ব্যবসায়ীদের ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত সকলে। সম্মেলনে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেয় বলে সংগঠন সূত্রে জানা গেছে। সন্মেলনে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতি ছিল যথেষ্ট বলে সংগঠন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ তাসাটি চা বাগানে সংগঠন বদল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here