শ্যামল রায়,কালনাঃ
শুক্রবার কালনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ধাত্রীগ্রাম এ অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ব্যাপক ভিড় ছিল বলে জানা গিয়েছে।কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবে কর্মীদের উদ্দেশ্যে জানিয়ে দেন যে,কোনভাবেই নিজের এলাকা ছাড়া অন্য এলাকায় যাওয়া চলবে না।নিজের বুথে নিজে থেকে ভোটের মার্জিন বাড়ানোর নির্দেশ দিলেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ।এক কথায় তিনি জানিয়ে দিয়েছেন যে নিজের এলাকা ছাড়া অন্য এলাকার জন্য নাক গলানো যাবে না।এদিন পূর্ব বর্ধমানের তৃণমূলের প্রার্থী সুনীল মণ্ডলের সমর্থনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।স্বপন দেবনাথ আরো জানিয়ে দিয়েছেন যে কোনভাবেই অপপ্রচারে কান না দিয়ে সরকারের একাধিক প্রকল্পের প্রচার করতে হবে ভোটারদের কাছে এমনটাই বলেন মন্ত্রী স্বপন দেবনাথ।তিনি জানিয়েছেন যে দেওয়াল লিখনের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে নিজেও রং তুলি নিয়ে দেওয়াল লিখছেন।একদিকে কর্মী সম্মেলন অন্যদিকে দেওয়াল লিখনের কাজ প্রায় শেষ করে ফেলছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা তাই ব্যাকফুটে বিরোধীরা।তিনি জানিয়ে দিয়েছেন যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচারে এগিয়ে তৃণমূল।
আরও পড়ুনঃ মাদারিহাটে নির্বাচনী রন কৌশল নিয়ে তৃণমূলের কর্মীসভা
বেশি মার্জিনে জয়ী করার লক্ষ্য নিয়েই তাদের প্রচার অভিযান ও কর্মী সম্মেলন। প্রচার এবং এই ধরনের কর্মী সম্মেলন করে কর্মী-সমর্থকদের আরও মনোবল বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584