সুদীপ পাল,বর্ধমানঃ
সাতশো ফুট বোরিং করে ভূগর্ভস্থ জল তুলছিল একটি বেসরকারি কলেজ তাও আবার দুর্গাপুর নগর নিগমের কোনরকম অনুমতি ছাড়াই।৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানস রায় তদন্ত করে জানতে পারেন বেসরকারি কলেজটি পুরসভার অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জল তুলছে।এই ভাবে বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তোলা যায় না। জল তুলতে গেলে নিয়মমাফিক নগর নিগমের থেকে অনুমতি পত্র নিতে হয় কিন্তু বেসরকারি কলেজ বিনা অনুমতিতেই ভূগর্ভস্থ জল তুলছিল। বিষয়টি প্রথমে সাধারণ মানুষের নজরে আসে তারা অভিযোগ জানান তার পরে তদন্ত করে দেখেন মানসবাবু। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি তারা কোন রকম বেআইনি কাজ করেননি।স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরকটরের অনুমতি রয়েছে তাঁদের।
কলেজের প্রয়োজনে এইভাবে জল তোলা মোটেও বেআইনি নয়। মেয়র পারিষদ (জল) পবিত্র চট্টোপাধ্যায় বলেন,জলের বেশি চাহিদা থাকলে কলেজ কর্তৃপক্ষ পুরসভার কাছে আবেদন করতে হতো।পুরসভার তরফে কলেজ কর্তৃপক্ষকে এইভাবে ভূগর্ভস্থ থেকে জল তোলার জন্য বৈধ অনুমতি পত্র দাখিল করতে বলে।কলেজ কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি নগর নিগমের কাছে।নগর নিগমের মেয়র কলেজের সাবমারসিবল বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
আরও পড়ুনঃ কঠোর নিরাপত্তায় করিমপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584