পিয়ালী দাস, বীরভূমঃ
দিন কয়েক আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
রেশনের জন্য বরাদ্দকৃত রাজ্য সরকারের চাল এবং কেন্দ্রের চাল পাশাপাশি নিয়ে অভিযোগ করেছিলেন, কেন্দ্র থেকে যে চাল পাঠানো হচ্ছে তা দু বছরের পুরনো, যেটা মানুষের খাবার যোগ্য নয়।
অনুব্রত মণ্ডলের এই অভিযোগ খারিজ করে দিয়ে মঙ্গলবার বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল একই কায়দায় থালার মধ্যে রেশনের জন্য বরাদ্দকৃত কেন্দ্রের পাঠানো চাল দেখিয়ে বলেন, অনুব্রত মণ্ডল নামে বেনামে বহু চালের মিলের মালিক তাই তিনি চক্রান্ত করে খারাপ চাল গুলোকে সংবাদমাধ্যমের সামনে দেখিয়ে সাধারণ মানুষকে মিথ্যে কথা বলছেন যে খারাপ চালগুলো কেন্দ্রের দেওয়া।
আরও পড়ুনঃ ‘রেড জোন’, অসেচতনদের সচেতনতার বার্তা শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের
কিন্তু বাস্তব চিত্র হলো অন্য কেন্দ্রের পাঠানো চাল তৃণমূল নেতারা সুকৌশলে নিজেদের বাড়িতে ও গুদামে চুরি করে লুকিয়ে রাখছে। মঙ্গলবাড়ী দুবরাজপুরের এক তৃণমূল নেতার বাড়ি থেকে চাল পাচার করার সময় সাধারণ মানুষ হাতেনাতে ধরে ফেলে।
যে অটোতে করে চাল পাচার করা হচ্ছিল সেই অটোচালক প্রকাশ্যে স্বীকার করে নেন যে গোপনে সেই তৃণমূল নেতার নির্দেশে চাল পাচার করা হচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584