সুদীপ পাল,বর্ধমানঃ
বাবুল সুপ্রিয় এবং জিতেন্দ্র তিওয়ারির মধ্যে বিবাদ বাধল।আসানসোলের মেয়র তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করলেন, বাবুল ফোন করে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

দুর্ব্যবহারের কথা অস্বীকার করে বাবুল বলছেন,কাজের আলোচনা করতেই ফোন করেছিলেন কিন্তু কোন রকম খারাপ আচরণ করেন নি। মেয়র জানান,দুপুর একটা নাগাদ নিজের কার্যালয়ে জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষের সঙ্গে বৈঠক করছিলেন তিনি।সেই সময়ে যে ফোন আসে তাতে উল্টোদিকের ব্যক্তি নিজেকে বাবুল সুপ্রিয় বলে পরিচয় দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জিতেন্দ্র অভিযোগ করে বলেন,সৌজন্যের খাতিরে তিনি কোন রকম খারাপ ভাষা ব্যবহার করেননি। যদিও ফোনে ক্রমাগত অভব্য আচরণ করা হয়েছে।
সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন বাবুল।রাজনীতির উর্ধ্বে উঠে উন্নয়নের জন্যই ফোন করেছিলেন বলে বক্তব্য বাবুলের।উল্লেখ্য এর আগেও একাধিকবার বাবুল এবং জিতেন্দ্রর মধ্যে কথা কাটাকাটি হয়েছে।ভোটপর্বের সময়, প্রচারের সময় এবং ভোট পর্ব মেটার পরেও সেই রেশ চলছে।
আরও পড়ুনঃ জিয়াগঞ্জে দিলীপের হাত ধরে বিজেপি যোগ প্রাক্তন পুরপ্রধানের
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে পুরসভার সামনে তৃণমূলের একটি অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র। ওই রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার সময় গাড়ি থামিয়ে মঞ্চে উঠে গান গেয়েছিলেন বাবুল।’অম্লমধুর’ সম্পর্কের শুরু সেই থেকে, যা এখনও বিদ্যমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584