নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত কয়েক দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া এলাকায় দফায় দফায় চলছে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ।
এই সংঘর্ষের ফলে আহত হয়েছে বিজেপি তৃণমূলের উভয় পক্ষেরই একাধিক কর্মী সমর্থক।ভাঙা হয়েছে উভয় রাজনৈতিক দলের একাধিক কর্মী সমর্থকের ঘরবাড়ি।
এক দিকে যেমন তৃণমূল অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে তেমনি পাল্টা অভিযোগ আনছে বিজেপির তরফ থেকে,ইতিমধ্যেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এবং অত্যাধুনিক ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রেখেছে পুলিশ প্রশাসন,এর পরেই বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী এলাকায় লাঠিসোটা নিয়ে চড়াও হয় এবং এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ,বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস বলেন পুলিশ ও তৃণমূল দুষ্কৃতী বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে,মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে,এলাকার বিজেপির সমস্ত কার্যকর্তাদের মারধর করছে।
আরও পড়ুনঃ বামনডাঙায় বিজেপি তৃণমূল সংঘর্ষ
অর্থাৎ বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস এলাকা বর্তমান পরিস্থিতির পুরোটাই দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসনের উপরে।অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির অভিযোগ করে বলেন, “বর্তমান যে এলাকার পরিস্থিতি এই পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি,আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করব এবং ওই এলাকা থেকে বিজেপিকে উচ্ছেদ করব।”
অন্য দিকে বিজেপির জেলা সম্পাদক অরূপ দাসের বক্তব্য অনুযায়ী তৃণমূল ও পুলিশ প্রশাসন হাত মিলিয়ে যে এলাকার পরিস্থিতি বিঘ্নিত ঘটাচ্ছে,সেই সাপেক্ষে জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “পুলিশ প্রশাসন আইনি ভাবে কাজ করবে আর আমরা রাজনৈতিক ভাবে লড়ব,এই মুহূর্তে আমার শারীরিক অসুস্থতার কারণে এলাকায় যেতে পারছি না,আমার শরীরের অবস্থা ঠিক হয়ে গেলে এলাকা পরিদর্শনে যাব” এমনই বক্তব্য দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584