হরষিত সিংহ,মালদহঃ
জুনিয়ার চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে বিবাদের জেরে সোমবার মালদহ মেডিকেলে বিক্ষোভে সামিল হল দুই পক্ষ। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনিয়ার চিকিৎসকেরা বিক্ষোভে সামিল হলেন।অপরদিকে নিরাপত্তা রক্ষীরা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন।ঘটনায় উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করে মেডিকেল কর্তৃপক্ষ।
সোমবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃ মা বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান জুনিয়ার চিকিৎসকদের একাংশ।অপরদিকে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান নিরাপত্তারক্ষীরা।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,রবিবার রাত দুটা নাগাদ মাতৃমা বিভাগে অসুস্থ পরিবারের এক রোগীকে দেখতে যান জুনিয়ার চিকিৎসক সৌরভ পাল।অভিযোগ সেই সময় তাঁকে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা রক্ষী। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা।প্রতিবাদে এদিন সকালে বিক্ষোভ শুরু করেন জুনিয়ার চিকিৎসকেরা।
তাঁদের অভিযোগ,নিরাপত্তা রক্ষী মদ্যপ অবস্থায় ছিল।অপর দিকে নিরাপত্তা রক্ষীদের দাবি,ওই চিকিৎসক ধুমপান করছিলেন। তাই বাধা দেওয়া হয়েছে।পরিস্থিতি সামাল দিতে দুপক্ষকে নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠকে বসেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।তারপরেই স্বাভাবিক হয় হাসপাতালের।
আরও পড়ুনঃ পুজোর ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত স্কুল ছাত্র
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584