রানিনগর থানার নজরানা এলাকায় ছাগল নিয়ে মারামারিতে আহত ৪

0
74

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রানিনগর থানার নজরানা এলাকার বাসিন্দা আবু তাহের খানের পরিবারের সঙ্গে ওদুত মোল্লার পরিবারের ছাগল নিয়ে গন্ডগোল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে এবং বিবাদ চরমে পৌঁছলে দুই পরিবারই ধারালো অস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে।

নিজস্ব চিত্র

আর এই মারামারিতেই দুপক্ষের মোট চারজন আহত হয় বলে খবর।এরপর পরিবারের সদস্যরা  আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবু তাহের খানের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here