পৌষমেলা ঘিরে বিশ্বভারতী-ব্যবসায়ী সমিতির সংঘাত গড়াল থানা পর্যন্ত

0
45

পিয়ালী দাস, বীরভূমঃ

বিশ্বভারতী ও বোলপুর ব্যবসায়ী সমিতির উভয় পক্ষের সংঘাত দিয়ে শুরু হয়েছিল শান্তিনিকেতনের পৌষ মেলা।মেলার শেষ দিন শুক্রবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কর্মসচিব আশা মুখোপাধ্যায় বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং-এর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ জানালেন।

সংগৃহীত চিত্র

বিশ্বভারতীর কর্মসচিব আশা মুখোপাধ্যায় লিখিত অভিযোগে জানিয়েছেন বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব, যিনি কোষাধক্ষ্যের দায়িত্বেও আছেন তাকে হুমকি ও ভয় দেখিয়েছে ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং।

অভিযোগ পত্র। নিজস্ব চিত্র

পৌষ মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতি বিভিন্ন সময়ে বিশ্বভারতীর উপাচার্য থেকে শুরু করে অন্যান্য আধিকারিক বৃন্দদেরকে একাধিকবার নানাভাবে হুমকি এবং ভয় দেখিয়েছে। প্রথমে ব্যবসায়ীদের আপত্তি জানানো হয় বিশ্বভারতীর অনলাইন স্টল বুকিং নিয়ে দ্বিতীয়বার বিশ্বভারতীর বিরুদ্ধে ব্যবসায়ীরা অভিযোগ আনেন। উপাচার্য নিজের খামখেয়ালি মত স্টলের জন্য সিকিউরিটি মানি যে পরিমাণ দাবি করেছে তা অনৈতিক অনলাইন স্টল বুকিং ও সিকিউরিটি মানি নিয়ে পৌষ মেলার শুরু থেকেই ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বভারতী সংঘাত শুরু হয়েছিল সংঘাতের শেষ পরিণতি হলো বিশ্বভারতী তরফে ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। যদিও বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানিয়েছেন বিশ্বভারতীর যা বক্তব্য লিখিতভাবে শান্তিনিকেতন থানায় অভিযোগের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এর বেশি কিছু তারা বলতে চান না।

ব্যবসায়ী সংগঠনের সম্পাদক সুনীল সিং জানিয়েছেন যেহেতু অনলাইনে এবং অতিরিক্ত সিকিউরিটি মানি দিয়ে ব্যবসায়ীদের পৌষ মেলাতে অংশগ্রহণ করতে হয়েছে। তাই বিশ্বভারতীর সঙ্গে আমাদের কথা হয়েছিল ২৭ তারিখ মেলা শেষ হয়ে যাবার পরও দুদিন ভাঙ্গা মেলা থাকবে কিন্তু এখন বিশ্বভারতী তরফেই জানানো হচ্ছে শনিবার থেকে কোনরকম মেলা চালানো যাবেনা মাঠ পরিষ্কার করে দিতে হবে। উপাচার্য মহাশয় কথা দিয়ে বারবার কথার খেলাপ করছেন, নিজের খামখেয়ালি মত পৌষ মেলা পরিচালনা করে মেলার ঐতিহ্যকে নষ্ট করে ফেলেছেন। এইসব প্রতিবাদ করার জন্যই প্রতিশোধ নিতে ব্যবসায়ী সমিতির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিশ্বভারতী।

তবে আইনের ওপর আমাদের ভরসা আছে বিশ্বভারতীর কর্মসূচি অভিযোগপত্রে হুমকি দিয়েছে বলে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here