সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি নির্দেশিকা ঘিরে মতভেদ তৈরি হয়েছে কলেজের অধ্যক্ষ, টিআইসিদের মধ্যে। স্নাতক স্তরের পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের স্পেশাল রিভিউ করবেন সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরা।
প্রসঙ্গত উল্লেখ্য অনার্স ও পাস কোর্সের বিষয়ে পাশ নম্বর যথাক্রমে ৪০ এবং ৩০। অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় অকৃতকার্য হয়ে রিভিউ করার পরেও ফলের হেরফের হয় না। অকৃতকার্য পড়ুয়া অকৃতকার্য থেকে যান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমনই কয়েকজন পরীক্ষার্থী পাস করানোর দাবিতে কিছুদিন আগে পরীক্ষা নিয়ামক দপ্তর ঘেরাও করেছিলেন।
সেই সময় বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ঠিক হয় পড়ুয়াদের খাতা স্পেশাল রিভিউ করা হবে। সাধারণ রিভিউ-এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরীক্ষকেরা খাতা দেখেন। স্পেশাল বিভিউ-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার খাতার প্রতিলিপি চলে যাবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছে।
তারপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষককে দিয়ে সেই খাতার মূল্যায়ন করাবেন।
উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলছেন,পড়ুয়াদের প্রতি দরদী ও মানবিক হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কর্মসমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলির অধ্যক্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, অকৃতকার্য পড়ুয়াদের উত্তরপত্রের প্রতিলিপি পাঠানো হবে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় তার ফলাফল জমা দিতে হবে।
আরও পড়ুনঃ একশো দিনের কাজ সরজমিনে দেখতে মাঠে উপস্থিত সচিব
কিন্তু শিক্ষক মহলে প্রশ্ন উঠছে, যে পড়ুয়া কিছুই লেখেনি তাকে কিভাবে পাস করানো হবে? যদিও কর্তৃপক্ষ বলছেন, জোর করে নম্বর বাড়িয়ে পাশ করানোর কথা বলা হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584