মূর্তি নিয়ে তরজা

0
65

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

এ কি বাংলার সংস্কৃতি !একজনের মূর্তি সরিয়ে অন্যজনের মূর্তি বসানো নিয়ে প্রশ্নটাই এখন লাখ টাকার !ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ে।

confuse about statue | newsfront.co
নিজস্ব চিত্র

অনিল বিশ্বাসের নামাঙ্কিত কলেজে তাঁর একটি অবয়ব মূর্তি স্থাপন করা ছিল।অভিযোগ ২০১২ সালের পর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সেই মূর্তি ভেঙে ফেলা হয়।

বর্তমানে সেখানেই বিবেকানন্দের মূর্তি বসানো হয়।আর চারপাশে টাইলস বসানো হলে তা বাইরে থেকে দৃশ্যমান সেই পুরোনো ফলক।

আরও পড়ুনঃ বাইরের মৃৎশিল্পীদের চাপে উপার্জন নিয়ে হতাশ আলিপুরদুয়ারের মূর্তি নির্মাতারা

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন।তাঁদের বক্তব্য, মনীষীদের মূর্তি কলেজে বসানো হোক,তবে কখনােই তা কারাের মূর্তি ভেঙে বা সরিয়ে নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here