পিয়ালী দাস,বীরভূমঃ
লাভপুরে বিজেপি নেতা ডালু শেখের খুনের ঘটনায় অপসারিত করা হলো লাভপুর থানার চয়ন ঘোষকে।লাভপুর থানার নতুন ওসি হলেন পার্থসারথি মুখোপাধ্যায়।যদিও বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, “খুনের ঘটনার সঙ্গে ওসি কে বদলি কারার কোন সম্পর্ক নেই।
এই বদলি নেহাতই রুটিন বদলি।” বিজেপি নেতা ডালু সেখ এর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দফায় দফায় লাভপুর থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা।
সোমবার বিজেপি জেলা সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল এবং বিজেপির রাজ্য নেতৃত্বে বেশ কয়েকজন নেতা এসে পৌঁছয় লাভপুরে।
আরও পড়ুনঃ দল বদলের জল্পনা উস্কে দিয়ে দিল্লিতে সব্যসাচী
তাদের দাবি অবিলম্বে চয়ন ঘোষকে সরাতে হবে নইলে থানা ঘেরাও কোন ভাবেই তারা তুলবে না। বিজেপির বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের সামনে কার্যত নতি স্বীকার করে পুলিশ সুপার বাধ্য হন চয়ন ঘোষ কে অপসারিত করতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584