মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
ঘূর্ণিঝড় আমপানের জেরে ব্যাপক ক্ষতির মুখে রাজ্য। শুক্রবার রাজ্যে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই রাজ্যের জন্য ১,০০০ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই ঘোষিত অর্থকে “অগ্রিম অন্তবর্তী সাহায্য” বলে ঘোষণা করে প্রধানমন্ত্রী।এতকিছুর মধ্যেও করোনার নিয়ে সচেতন দেশের প্রধানমন্ত্রী ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই কপ্টারে প্রধানমন্ত্রীর থেকে দূরত্বে বসেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনেও দুজনকে দূরত্বে বসতে দেখা গেল।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের বলেন, “এই দুঃসময়ে আমরা বাংলার পাশে রয়েছি ত্রাণ, পুর্নবাসন এবং পুনরায় গড়ে তোলার জন্য। আমরা সবাই চাই, বাংলা এগিয়ে যাক। এই সময়ে কেন্দ্র সবসময়েই বাংলার পাশে রয়েছে।”
আরও পড়ুনঃ আমফানকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষনার দাবি জানালেন সেলিম
প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সময়ে, আমাদের সামনে করোনা ভাইরাসের সঙ্কটও রয়েছে। করোনা ভাইরাস এবং সাইক্লোনের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র সম্পূর্ণ আলাদা। করোনার ক্ষেত্রে, মানুষ যেখানে রয়েছেন সেখানেই থাকতে হবে, এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সাইক্লোনের ক্ষেত্রে সুরক্ষার জন্য নিরাপদ জায়গায় যেতে হবে।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন এই সঙ্কটের সময়ে আমরা মনে করি আমাদের একসঙ্গে কাজ করা দরকার। অনেক জায়গা রয়েছে, যেখানে ওরা আমাদের সাহায্য করতে পারে, এই দেশে রাজ্য সরকারও রয়েছে, এবং তারসঙ্গে কেন্দ্রীয় সরকারও রয়েছে। সঙ্কটের মুখে পড়লে সবাইকে একসঙ্গে লড়তে হবে।”
আরও পড়ুনঃ খাদ্যসচিব, স্বাস্থ্যসচিবের পর এবার পুর কমিশনার বদল! সরলেন খলিল, এলেন বিনোদ
এদিন সংবাদিকদের মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্যের জন্য যে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে পরে ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি, তবে জানিয়েছেন, এটা অগ্রিমও হতে পারে। আমি বলেছি, যা দেবেন, আপনি স্থির করুন, আমরা আপনাকে বিস্তারিত জানাব”।
বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন আম্পান। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বহু ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ এর খুঁটি ও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কলকাতাকেও তছনছ করে দিয়ে যায় আমপান। বহু গাছ, দেওয়াল ভেঙে পড়ে শহরে। ব্যাপক ক্ষতি হয় বই পাড়াতেও। জলের তোড়ে ভেসে যায় বইপত্র। এ রাজ্যে আমপানে মৃত্যু হয়েছে প্রায় ৭০ জন মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584