বর্ধমানে এশিয়ার বৃহত্তম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ ঘিরে ধোঁয়াশা

0
170

সুদীপ পাল,বর্ধমানঃ 

এশিয়ার বৃহত্তম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ কবে চালু হবে কারও জানা নেই। আগামী অক্টোবর মাসের মধ্যেই বর্ধমান পুরসভার নির্বাচন। রাজ্যের শাসকদল চাইছেন পুরভোটের আগেই চালু করতে এই উড়ালপুল। তাতে নির্বাচনী ফায়দা পাওয়া যাবে। কিন্তু বারবার তারিখ বদল হলেও বর্ধমানের এই রেলওয়ে ওভারব্রীজ চালু নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কেন এই সমস্যা হচ্ছে? স্থানীয় সূত্রে জানা যায়, একদম প্রথম দিকে জমির দখলদারীদের নিয়ে সমস্যা ছিল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে জেলা প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান করেছিলেন। জমির দখলদারি মুক্ত করেন তা তুলে দিয়েছিলেন রেলের হাতে। জমি রেলের হাতে এলে শুরু হল নির্মাণ কাজ। এই সময় দ্বিতীয় সমস্যা দেখা দিল নির্মাণ কাজে প্রয়োজনীয় বালি পাওয়া যাচ্ছেনা। সে সমস্যা এখন নেই তবুও সংযোগকারী রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় চালু হচ্ছে না উড়ালপুল। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। পথচারী নিখিল ঘোষ বলেন, তিনবছর ধরে কষ্ট ভোগ করছি। তীব্র যানজট লেগেই থাকে। দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ পথচারীরা।

নিজস্ব চিত্র

কাউন্সিলার খোকন দাস বলেন, ব‌্যাপারটি রাজ্যের মন্ত্রী ও তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসকে জানানো হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবও আরভিএনএল কে চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে শেষ হবে এই রাস্তা তৈরীর কাজ। আরভিএনএলের প্রকল্প ম্যানেজার হায়দার আলির জেলা প্রশাসনকে এব্যাপারে লিখিতভাবে উত্তরও দিয়েছেন। সেখানে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সময় নেওয়া হয়েছে। জেলাশাসক বলেন, ওঁরা জানিয়েছেন, ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ কাজ শেষ হয়ে গাড়ি চলাচল করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here