দল বদল ডোমকলে

0
135

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শাসক দলে যোগদান করলেন কংগ্রেস ও সিপিআইএম থেকে প্রায় চারশো জন কর্মী। মূলত সিপিআইএম ঘাঁটি বলে পরিচিত ডোমকল।

congress and cpm workers join to tmc | newsfront.co
নিজস্ব চিত্র

সেই খানেই এতো সংখ্যক যোগদান শাসক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ডোমকল ব্লকের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, অঞ্চল সভাপতি তাপস মন্ডলের নেতৃত্বে একটি যোগদান কর্মসূচির ব্যবস্থা করা হয় ৬ ন: ভগীরথপুর অঞ্চলের শিবনগর এলাকায়।

congress and cpm workers join to tmc | newsfront.co
নিজস্ব চিত্র

সেখানেই আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দলে যোগ দিলেন। মকবুল হাসান মন্ডল, বিগত দিনে সিপিআইএম করতেন এলাকার ভালো কর্মিছিলেন বলে জানাযায়। তার সব অনুগামীদের নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ণ দেখে আর মানুষের জন্য কাজ করার জন্য তৃণমূলে আসা বলে তার মত।

আরও পড়ুনঃ ‘স্বীকৃতি সংবর্ধনা’ নিয়ে বিতর্ক তুঙ্গে

অপর দিকে কংগ্রেসের বড়িষ্ঠ নেতা মহম্মদ হাবিরু রহমান জানান যে কংগ্রেসে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারিনি,আর আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। তাই মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার উন্নোয়ন দেখে আমি আজ তৃণমূল কংগ্রেস দলের কর্মী হলাম।

ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন যে, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেস আসছেন সকলে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবথেকে ভালো নেত্রী,মানুষের পাশে সব সময় থাকে মা মাটি মানুষের সরকার। আগামী বিধানসভায় আমরা এই বিধানসভা কেন্দ্র জিতব বলে আসা রাখছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here