জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের দফতরের সোমবার কান্দির পৌর নির্বাচনের জন্য প্রথম দফায় কান্দি পৌরসভার ১৮টা ওয়ার্ডের মধ্যে ১১ টা ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।
এদিন কান্দি শহর কংগ্রেসের সভাপতি সাহিত্য প্রদীপ সিনহা কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং কান্দি শহর কংগ্রেসের আহবায়ক আলোক কুমার অধিকারীর স্ত্রী শ্রাবণী অধিকার এবং কান্দি পৌরসভার অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন নতুন মুখের প্রার্থী মনোনয়ন জমা দেন।
এদিন কান্দি মহকুমা শাসকের দফতরের কংগ্রেস নেতারা মনোনয়ন পত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসন্ন পৌর নির্বাচনে তৃণমূলের নানান দুর্নীতিকে সামনে রেখে কান্দি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১২ এবং ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিলেন। কান্দি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর শান্তনা রায় এবং ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শান্তনা রায়ের স্বামী তথা এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়।
আরও পড়ুনঃ সোমবার দুদিনের সফরে লখনৌ যাচ্ছেন মমতা, প্রচার সমাজবাদী পার্টির সমর্থনে
আজ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কান্দি মহকুমা শাসকের দপ্তরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584