নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ঘোষ পাড়া অঞ্চলের উত্তর ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা রেজাউল শেখ এখনও পর্যন্ত সরকারি কোন সাহায্য পাননি। এমনকি তার মাথার ওপর যে পাটকাঠির তৈরি চালা ছিল সেটিও উড়ে গিয়েছে।
অনেকবার পঞ্চায়েত প্রধানকে জানিও কোন লাভ হয়নি। এমনকি মেলেনি কোনও সরকারি সাহায্য। যদিও অসহায় পরিবারটির দাবি বর্তমানে বর্ষার দিন আসছে, তাতে কোথায় কি ভাবে থাকবো সেই চিন্তা করছি,কোথাও থাকবার ঘর নেই। এমনকি বাড়িতে বিধবা মা ও স্ত্রী সহ নিজে প্রতিবন্ধী রেজাউল শেখ। যদিও সরকারি সাহায্যে দিন গুনছে তার পরিবার।
আরও পড়ুনঃ সরকারি নির্দেশে ভবঘুরেদের মুখে অন্ন কোলাঘাট ব্লক প্রশাসনের
এ বিষয়ে ঘোষ পাড়া পঞ্চায়েত প্রধান বেবিনা জমিন বলেন, ‘আমি কিছুই জানি না,আপনারা বললেন এবার আমি আমার মত সাহায্য করার চেষ্টা করছি’।অপরদিকে রাজ্য ও কেন্দ্র সরকার মিলে অসহায় মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আর সেই সব সাহায্য কিছুই পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাছে।
পাশাপাশি এ বিষয়ে কংগ্রেস ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘বিগত কয়েক বছর ধরে তিনি শারীরিক প্রতিবন্ধী এই অবস্থায় একটা ছোট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন। কিন্তু এই করোনা আতংকের জন্য দেশে ও রাজ্যে লক ডাউন চলছে। তাতে দোকানটাও বন্ধ হয়ে গেছে। এখন বিধবা মা ও স্ত্রীকে নিয়ে কি খাবেন তারা’।
এই দেখে সভাপতি নিজের ব্যক্তি গত ভাবে কিছু খাদ্য সামগ্রিক ও অর্থ সাহায্য করলেন।আর তিনি এও বলেন,যাতে করে সরকারি সাহায্য পান তার সুব্যবস্থাও যেন পায় তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন রাখবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584