রাজনীতির বিভেদ ভুলে সরকারী নির্দেশ মানার প্রচার কংগ্রেস কাউন্সিলরের

0
33

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাসকে নিয়ে কোন রাজনীতি নেই। এখন সবার উচিত এই সংকট থেকে আগে বেরিয়ে আসা। দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছেন তা সকলের ভালোর জন্যই দিচ্ছেন। তারা সকলের স্বাস্থ্যের দিকে নজর রেখে যে বার্তা দিচ্ছেন আমাদের সকলের তা মেনে চলা উচিত।

Current Bangla News - News Front

কংগ্রেস নেতৃত্ব হলেও সকলের মধ্যে এই বার্তাই পৌঁছে দিচ্ছেন এবং সাধারণ মানুষকে সচেতন করছেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর হাজী মোজাফফর হোসেন।

আরও পড়ুনঃ সংক্রমন ঠেকাতে নাকাবন্দী খড়্গপুর রেল স্টেশন চত্বর

শুধু তাই নয় ,এদিন রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের মধ্যে তিনি মাস্ক বিতরণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের সচেতনতা অবলম্বন করতে বলেন।তার ওয়ার্ডের রাস্তায় দাঁড়িয়ে তিনি পথচারীদের মাস্ক পড়িয়েও দেন। তিনি জানান, এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে দেশবাসী। আতঙ্ক গ্রাস করে আছে সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকলকে সচেতন হওয়া উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here