নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক সমিতি ‘ভুরসা’।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার শংকরপুর এর নিকট মন্দারমনি কোস্টাল থানার জামরা-শ্যামপুর এলাকায় শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার, পানীয় জল, মেডিসিন, স্যানিটাইজার, মাস্ক, স্যানিটারি ন্যাপকিন তুলে দেন তারা। উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক গৌতম বর্মন, রাকিবুল হাসান, অভি কোলে, পূজা দাস, বিপ্লব বারিক, পরমানন্দ পাত্র, জগদীশ মাহাত।
এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর কলেজ এর অধ্যাপক বিশ্বব্রত মহাকুল। এদিন সকালে মেদিনীপুর থেকে ম্যাটাডোর বোঝাই করে মালপত্র নিয়ে তাঁরা বিপর্যস্ত এলাকায় পৌঁছান। প্রথমে এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথাবার্তা বলে সেই মতো তালিকা প্রস্তুত করে ১০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে ধুলাউড়ি অঞ্চলে খোলা হল কমিউনিটি কিচেন
সমিতির সম্পাদক গৌতম বর্মন ও সভাপতি সূর্যকান্ত দে একটি যৌথ বিবৃতিতে বলেন, “গবেষক হিসেবে মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমরা এদিন ত্রাণ দিলাম। আগামী দিনেও আমাদের সমিতি মানুষের দুর্দিনে তাদের পাশে সাধ্যমতো দাঁড়াবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584